দেশজুড়ে

জয়পুরহাটে সন্ত্রাসীদের হাতে স্কুলছাত্র খুন

জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠ এলাকায় শনিবার সকাল ৮ টার দিকে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত রবিউল ইসলাম বাবু (১৫) নামে এক স্কুলছাত্র ঢাকা নেয়ার পথে রাত ১০ টার দিকে মারা গেছে। নিহত বাবু জয়পুরহাট শহরের আরাফাত নগর এলাকার বেলাল হোসেনের ছেলে।নিহতের পারিবারিক সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিউল ইসলাম শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী কালেক্টরেট মাঠ দিয়ে ব্যক্তিগত কাজে শহরে যাচ্ছিল। এ সময় ৪/৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাবু স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশুনা করত। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রাশেদুজ্জামান/এসএইচএস