দেশজুড়ে

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মাঠে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফারুক (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ফারুক উপজেলার উত্তর দিঘলদী এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বসতঘর থেকে বের হয়ে মাঠে যাচ্ছিলেন ফারুক। পথে একটি খুঁটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার এসআই মো. আকবর হোসেন জানান, মরদেজ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম