দেশজুড়ে

নোয়াখালীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার নৌকা ডুবে মৃদুল চন্দ্র দাস (২৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এসময় ছয় জেলে সাঁতরে কূলে উঠলেও মৃদুল চন্দ্র দাস উঠতে পারেননি। তিনি নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।

জেলেরা জানান, রোববার রাতে তারা ‘বেহুন্দি জাল’ বসানোর জন্য নদীতে অবস্থান করছিলেন। তখন পশ্চিম দিক থেকে আসা একটি বাল্কহেড তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা সাত মাঝি-মাল্লার মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মৃদুল দাস নিখোঁজ হন।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা বলেন, নিখোঁজ জেলের সন্ধানে নৌপুলিশের একটি টিম কাজ করছে। তবে নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ধাক্কা দেওয়া বাল্কহেডটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস