গ্যাসের উপর চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার কারখানার উৎপাদন বন্ধ থাকবে। আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. ওমর খৈয়াম জানান, দেশের চলমান গ্যাসের চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরই দেশের গ্যাসচালিত কয়েকটি সার কারখানা বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ রাখা হয়। পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকবে বলেও জানান তিনি।তিনি আরো জানান, প্রতি বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আশুগঞ্জ সার কারখানাটি প্রায় ছয় মাসের জন্য বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় এবারো ছয় মাসের জন্য কারখানাটি বন্ধ থাকবে বলে জানান তিনি। সারের চাহিদা সম্পর্কে তিনি জানান, যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, এর তুলনায় আমাদের মজুদও ভালো রয়েছে। কৃষক পর্যায়ে সারের কোনো ঘাটতি হবে না। আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস