দেশজুড়ে

ভোমরায় পেঁয়াজ মজুত, ৪ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুত করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্যান্য প্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুত না করতে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযানকালে এ জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, হঠাৎ করে বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে। বিভিন্ন আমদানিকারক ও ব্যবসায়ীরা স্থলবন্দরে পেঁয়াজ মজুত করছেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়। এ সময় মজুতের সত্যতা পাওয়ায় আঁখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এসআর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আহসানুর রহমান রাজীব/এনআইবি/এমএস