দেশজুড়ে

মেরামত শেষ, ময়মনসিংহ-ঢাকা রেল লাইন চলাচলের উপযোগী

গাজীপুরের বন খড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়েছে। লাইনটি ট্রেন চলাচলের জন্য এখন সম্পূর্ণ উপযুক্ত বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন রেল সড়কের দুপাশে পড়ে রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান বলেন, প্রায় ১৪ ঘণ্টা শেষে সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় শুধু রেল লাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি ছয়শ ফুট রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০ স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। লাইনে তিনশ ফুট নতুন করে পাত বসানো হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে। লাইনটি এখন পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী। এখন লাইনচ্যুত বগিগুলো নিরাপদ দূরত্বে সড়কের পাশে সরিয়ে রাখা হবে। আর লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে।

আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসের পাঁচ বগি লাইনচ্যুত, নিহত ১

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও অন্তত সাতজন আহত হন।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আমিনুল ইসলাম/এএইচ/এমএস