দেশজুড়ে

পুলিশ দেখে মিছিল রেখে দৌড় দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

ময়মনসিংহের গৌরীপুরে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করছিলের ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ। পালানোর সময় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও ধাওয়ার এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল মিয়া ও সদস্য তানভীর আহম্মেদ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গৌরীপুর উত্তর বাজারে বিক্ষোভ-মিছিল করার সময় ছাত্রদল নেতারা একটি প্রাইভেটকার ও অটোরিকশা ভাঙচুর করেন। এ ঘটনায় গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ জালাল বাদী হয়ে থানায় ১০ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন।

বুধবার দুপুরে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন আসামিসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ আসামিদের গ্রেফতার করতে গেলে বিক্ষোভকারীরা পালিয়ে যান। এসময় পুলিশ দৌড়ে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করে।

শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ।

তিনি বলেন, অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস