দেশজুড়ে

আত্রাইয়ে বিএনপির ২৮৬ জন নেতাকর্মীর পদত্যাগ

নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির ২৮৬ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। ইউনিয়ন পরিষদে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দলীয় চেয়ারম্যান পদে এক প্রার্থীকে মনোনয়নপত্র দেয়ার পায়তারা চলছিল। এমন অভিযোগে শনিবার সন্ধ্যায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগের মধ্যে কমিটির অন্যান্যরা হলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ আমজাদ হোসন নিপুসহ ১১ জন। বাঁকিরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সদস্য। হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, এলাকার সাধারণ মানুষ এবং দলের সঙ্গে ২৬ বছর ধরে যুক্ত আছি। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে আগামী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার জন্যে দল থেকে মনোনয়নপত্র চেয়েছিলাম। কিন্তু উপজেলা বিএনপি নেতাকর্মী বিভিন্ন কৌশলের মাধ্যমে তাদের আর্শীবাদ পুষ্ট নেতাকর্মীদের মনোনয়নপত্র দেয়ার পায়তারা করছেন। এমনটি জানার পর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। এতে ইউনিয়নের নেতাকর্মীদের দাবির মুখে আলোচনা শেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তিনিসহ ২৮৬ জন স্বাক্ষরিত পদত্যাগপত্র উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্তীদের কাছে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। দলীয় নীতিমালার মধ্যে যিনি পাবেন তাকেই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দেয়া হবে। এছাড়াও তিনি তাদের পদত্যাগপত্র পাননি বলেও জানান।আব্বাস আলী/এআরএ/পিআর