দেশজুড়ে

নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নওগাঁ-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ আফসান ইলাহী এ নোটিশ দেন।

নোটিশ সূত্রে জানা গেছে, নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের বিরুদ্ধে ওই আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে একটি অভিযোগ করেন। ফারুকের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নেতাকর্মী ও আত্মীয়-স্বজন তার কর্মীদের ভীতি প্রদর্শন করেছেন। তার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনকে সোমবার (১৮ ডিসেম্বর) লিখিতভাবে কারণ জানাতে বলা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার পর থেকে আনোয়ার হোসেনের নেতাকর্মী ও তার আত্মীয়-স্বজনরা আমার কর্মীদের নানাভাবে ভীতি প্রদর্শন করছেন। এ বিষয়ে মঙ্গলবার লিখিত অভিযোগ করি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী চারজনের সাক্ষ্য শোনেন। আমাদের সাক্ষ্য শোনার পর অভিযোগের সত্যতা পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ করা হয়েছে। আশা করি, ন্যায়বিচার পাবো।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমার নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা শতভাগ মিথ্যা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণসহ নোটিশের জবাব দেবো।

মশিউর রহমান/এসআর/এমআইএইচএস