দেশজুড়ে

শরীয়তপুরে বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে দুই শতাধিক ক্ষুদে বিজ্ঞানী

শরীয়তপুরে 'বিজ্ঞানে নয় ভয়, চর্চায় হবে জয়' এই স্লোগানে দুই শতাধিক ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে দুদিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক।

আয়োজকরা জানান, স্মার্ট বাংলাদেশ গঠন ও শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক চিন্তা চেতনাকে বিকশিত করার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি রোববার থেকে শুরু হয়ে চলবে আগামী সোমবার পর্যন্ত। দুদিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে ১০০ টির বেশি স্টলে বিভিন্ন ধরনের তথ্য ও প্রযুক্তির ব্যবহার দেখানো হয়।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইন জাগো নিউজকে বলেন, আমাদের আগামীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এটি সফল করতে গেলে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনাকে আরও বেশি বিকশিত করে তুলতে হবে। এজন্য বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি মেলা থেকে আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে আরও বেশি জ্ঞান লাভ করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায় বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বই পড়ে বিজ্ঞান বিষয়ে শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা লাভ করে। তাত্ত্বিক শিক্ষাটা যাতে তারা বাস্তবে প্রয়োগ করতে পারে তাই বিজ্ঞান মেলার মাধ্যমে তাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করার কথা বলা হয়। এই প্রজেক্টের মাধ্যমে তাদের জ্ঞানের পূর্ণতা আসে। তারা বুঝতে পারে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে রূপান্তরিত করে কীভাবে সমাজ ও মানুষের উপকার করা যায়। এখানকার ক্ষুদে বিজ্ঞানীরা এ জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও অনেকদূর এগিয়ে যাবে।

বিধান মজুমদার অনি/এনআইবি/এএসএম