ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা- সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। নিহত মনির হোসেন টাঙ্গাইল জেলার আউলটিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি আশুগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়নের চাকরি করতেন। তবে আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলার আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দীগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এসময় মনির হোসেনসহ আরো দুই জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ময়না তদন্ততের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। আজিজুল আলম সঞ্চয়/এসকেডি