দেশজুড়ে

শক্তি-সামর্থ্য আছে বলেই স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে নেমেছেন

যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, তাদের শক্তি ও সামর্থ্য আছে বলেই নির্বাচনে নেমেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেন, তাদের অভিযোগের কথা শুনেছি; বলেছি, শেষ সময় পর্যন্ত মাঠে থাকার জন্য।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনিছুর রহমান। পরে ক্ষমতাসীনরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর প্রভাব বিস্তার করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আনিছুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মাঠে থাকতে হবে। আপনারা (স্বতন্ত্র প্রার্থী) কর্মী-সমর্থকদের মাঠে ফেলে রেখে গেলে দায়িত্বহীনতার কাজ হবে।

প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি। সত্যতা পেলে মামলা হচ্ছে। এক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা নেবে না। কারণ পুলিশ সরকার পক্ষের লোক। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ দেরি করে দিলে বিষয়টি দুর্বল হয়ে যায়। এ বিষয়টিও স্বতন্ত্র প্রার্থীদের দেখতে হবে।’

আনিছুর রহমান বলেন, ‘এবছর নির্বাচনের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। ভোটের দিন সকালে যাবে। এক্ষেত্রে আমরা নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবো। প্রয়োজনে সেনাবাহিনীর কাছেও সহযোগিতা চাইবো। যৌক্তিক কারণ দেখিয়ে চরাঞ্চলসহ দুর্গম এলাকায় আগের দিন দেওয়া হবে। কিন্তু সেটিকেও সুরক্ষা নিশ্চিত করা হবে।’

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/এসআর/এমএস