দেশজুড়ে

বিএনপি আমাদের স্বীকারই করে না: ইসি আহসান হাবীব

শুধুমাত্র হাতে পায়ে ধরতে বাকি ছিলো এরপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে কি করার আছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো বৈদেশিক চাপে আছি কি না জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নয়। তবে নির্বাচন কমিশন কোনো চাপে নেই।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। সরকারও এটাই চায়। এজন্য কাজটি আমাদের জন্য সহজ হয়েছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।

বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কারা আবেদন করেছেন তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।

মেহেরপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এএইচ/এমএস