বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দেশের মানুষের মুখের ভাষা যেমন পাকিস্তানিরা কেড়ে নিতে পারেনি, পাকিস্তানি সমর্থক বিএনপি-জামায়াতও ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে গণসংযোগ করার সময় তিনি এ কথা কলেন।
সাদ্দাম আরও বলেন, বিএনপি-জামায়াতের রাজনৈতিক ভাষা হচ্ছে সহিংসতা। দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে ভোটের একটা গণজোয়ার তৈরি হয়েছে। এটি নৌকার পক্ষে যেমন গণজোয়ার তৈরি হয়েছে, তেমনি গণতন্ত্রের পক্ষেও।
এর আগে সুনামগঞ্জ পৌর শহরের জেলা স্টেডিয়ামের সামনে থেকে নৌকার লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এসময় শহরের আলফাত স্কয়ার পয়েন্ট, ডিএস রোড, কালীবাড়ি পয়েন্টে প্রচারণার মাধ্যমে ভোটারদের ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
গণসংযোগের সময় কেন্দ্রীয় ছাত্র লীগের সহসভাপতি রাকিব হাসান, ইবলুল হামাস, আল আমিন রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাফায়াত জামিলসহ ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিপসন আহমেদ/এএইচ/জিকেএস