মেহেরপুরের-২ গাংনীর হেমায়েতপুরে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। গাংনী থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নির্বাচনী অফিসের দ্বায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি যান। ভোর ৪টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে গ্রামের লোকজন চিৎকার দেন। এসময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব মালামাল পুড়ে যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বের করার চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/এএইচ/এমএস