চলতি বছর এপ্রিলে গানবাংলা ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কুইজ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রকাশিত হয় গানটির লিরিক্যাল ভিডিও। এতে শ্রোতাদের উদ্দেশ্যে রাখা হয় প্রশ্ন, এটি কার গান, কোন লেবেল থেকে আসছে, এর সুরকার-গীতিকার, সংগীত পরিচালকই বা কে?
অবশেষে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হলো গানটি। তাতে জানা গেল- কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতে সজলের কণ্ঠে ‘ভুল কর না’ প্রকাশ করেছে টিএম রেকর্ডস।
গানটি প্রসঙ্গে সজল বলেন, নতুন গান প্রকাশ আনন্দের, কিন্তু যদি গানটি হয় আমার গুরু তাপস ভাইয়ের তাহলে তো কথাই নেই। অনেক প্ল্যাটফর্মে অনেক গান করেছি আমি, কিন্তু আমার দৃষ্টিতে এটা আমার জীবনের সেরা গান। কৃতজ্ঞতা জানাবো তাপস ভাইয়ের প্রতি, তিনি আমাকে দিয়ে গান গাওয়ানোর যোগ্য মনে করেছেন এতে আমি ধন্য। ফারজানা মুন্নী ভাবির প্রতিও কৃতজ্ঞতা আমাকে মিউজিক ভিডিওতে এভাবে প্রেজেন্ট করার জন্য।
আরও পড়ুন: ওয়েব সিরিজে গায়ক মুহিন
গানটিকে ঘিরে কুইজ ক্যাম্পেইনে সাড়া দিয়েছিলেন দশ হাজারের বেশি মানুষ। সঠিক উত্তর দিতে পেরেছিলেন সাত শতাধিক। তাদের মধ্য থেকে বাছাই করে খুব শিগগিরই একজন সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে ১ লাখ টাকা পুরস্কার। বাংলা গানকে বিশ্বমানে উপস্থাপনের লক্ষ্যে ২০২১ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করে টিএম রেকর্ডস। তাপসের কথা সুর ও সংগীতায়োজনে ফারজানা মুন্নীর প্রযোজনায় ও নান্দনিক নির্মাণে প্রতিটি গানই এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। সংগীতে অবদান রাখায় এরই মধ্যে অর্জন করেছে সিজেএফবি অ্যাওয়ার্ড, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও বিসিআরএ অ্যাওয়ার্ডস।
এমআই/এমএমএফ/এএসএম