দেশজুড়ে

টাঙ্গাইলে অস্ত্রসহ ৪ চরমপন্থি গ্রেফতার

টাঙ্গাইলে র‌্যাব অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে র‌্যাব-১২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।আটকরা হলেন, সদর উপজেলার ওমরপুর গ্রামের কোরবান আলীর ছেলে আবুল কাশেম, কাশিনগর গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহীম, কৃষ্ণপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে নজরুল ইসলাম ওরফে মিস্টার ও সয়া সুপ্রভাত গ্রামের আব্দুল হকের ছেলে সাইদুল ইসলাম।টাঙ্গাইল র‌্যাব-১২ কম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় র‌্যাব অভিযান চালায়। অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, ১টি রামদা, ১টি চাপাতি, ১টি কিরিজ, ৩টি মোবাইল ফোন সেট ও নগদ ৭ হাজার ২শ টাকাসহ চার জনকে আটক করা হয়।তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা সদর উপজেলার যুগনী হাটে ডাকাতি করার উদ্দেশ্যে বাঘিল ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় একত্রিত হচ্ছিলো। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১১ জন চরমপন্থি দলের সদস্য পালিয়ে যায়।গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা-ডাকাতি-অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) দলের সদস্য বলেও জানান র‌্যাব।এফএ/আরআইপি