দেশজুড়ে

মেহেরপুরে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে নিম্নমানের পণ্য উৎপাদনসহ বেশ কয়েকটি অপরাধে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

মঙ্গলবার দুপুরে (২৬ ডিসেম্বর) মেহেরপুর কাথুলী সড়কের পাশে মেসার্স সুপার ফুড কারখানা মালিককে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, লাইসেন্সবিহীন, নিম্নমানের ও স্যাঁতস্যাঁতে পরিবেশে পণ্য উৎপাদনের অপরাধে ২০০৯ এর ভোক্তা আইন ৪১, ৪২ ও ৪৩ ধারায় এ জরিমানা করা হয়। এসময় আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা রাজ্জাক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

আসিফ ইকবাল/এনআইবি/এমএস/এএসএম