শেরপুরে রাতের আঁধারে বিজয় দিবসের মঞ্চে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে মঞ্চের সামিয়ানা ও ব্যানারসহ পেছনের কাপড় পুড়ে গেছে। মঙ্গলবার গভীররাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের খুঁজে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন আয়োজক কমিটি। একইসাথে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ওই মঞ্চের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।স্থানীয়রা জানান, মহান বিজয় দিবস উদযাপনের জন্য স্থানীয় তরুণ সমাজের ব্যানারে এলাকাবাসী পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে একটি মঞ্চ তৈরি করে। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ওই মঞ্চে অগ্নিসংযোগ করলে সামিয়ানাসহ মঞ্চের বিভিন্ন অংশ পুড়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে সদর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আনার জানান, বিজয় দিবসের অনুষ্ঠানমালা ভণ্ডুল করার জন্যই দুর্বৃত্তরা এ কাজ করেছে। তাছাড়া এটার সাথে স্বাধীনতাবিরোধী চক্রও জড়িত থাকতে পারে। আমরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।