দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে শিশু আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির আঙিনায় ককটেলকে খেলনা ভেবে খেলতে গিয়ে বিস্ফোরলে রাব্বি (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শিমরাইল কান্দি এলাকার সাদেক মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত রাব্বি শিমরাইল কান্দি এলাকার অটোচালক মো. আব্দুল লতিফ মিয়ার ছেলে। রাব্বির বাবা মো. আব্দুল লতিফ মিয়া জানান, বিকেলে আমার ছেলে বাড়ির আঙিনায় একলা খেলা করছিল। এসময় সে কসটেপ দিয়ে মোড়ানো কিছু একটা দেখতে পেয়ে তা দিয়ে খেলা করতে থাকে। এক পর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাব্বি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ফায়েজুর রহমান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এ ব্যাপারে চিকিৎসক মো. ফায়েজুর রহমান জানান, রাব্বির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর