দেশজুড়ে

‘কান পরিষ্কার রাখুন, যে কোনো সময় সরকারের পতনের খবর পাবেন’

‘কান পরিষ্কার রাখুন, যে কোনো সময় সরকারের পতনের খবর শুনতে পাবেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর মাইজদীর প্রধান সড়কে ভোটবিরোধী লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

শাহজাহান বলেন, ‘বিনা কারণে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে বন্দী রাখা হয়েছে। অনেককে না পেয়ে তাদের মা-বাবাকে পর্যন্ত ধরে নিয়ে গেছে। প্রশাসনকে বলবো আপনারা এসব অবৈধ গ্রেফতার বন্ধ করুন।’

তিনি আরও বলেন, এখন আমরা কারাবন্দি নেতাদের মুক্তি চাইবো না, কার কাছে চাইবো সরকারই তো নেই। মনে রাখবেন সরকারের পতন অনিবার্য, আমাদের বিজয় সন্নিকটে। তখন বিজয় উল্লাসের সঙ্গে ফুলের মালা দিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্ত করে নিয়ে আসবো।

‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনের বিজয় হয়েছে। একদলীয় পাতানো নির্বাচনে উল্লেখযোগ্য কোনো দল অংশগ্রহণ করেনি। নিজেরা নিজেরা ভাগাভাগির নির্বাচন করছে। আমরা এ নির্বাচন বন্ধের দাবি জানাই। দেখবেন ৭ জানুয়ারি বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ ভোটকেন্দ্রে যাবে না‘- বলেন শাহজাহান।

এর আগে বিকেল ৩টায় মাইজদী পৌর কাঁচাবাজারের সামনে থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধান সড়কে ভোটবিরোধী লিফলেট বিতরণ করেন। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

এসময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সহ-দফতর সম্পাদক ওমর ফারুক টফি, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সুধারাম থানা বিএনপির সেক্রেটারি ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস