নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী এবং দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
তিনি ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত অভিযোগের একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে জাফর আলম উল্টো তার বিরুদ্ধে অভিযোগ করছেন বলেও উল্লেখ করেন তিনি। সিইসি বরাবর পাঠানো অভিযোগপত্রের সঙ্গে নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের একটি তালিকাও দিয়েছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
তিনি চিঠিতে অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম বিগত পাঁচ বছরে চকরিয়া ও পেকুয়া উপজেলাকে তার মদতপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়াশ্রমে পরিণত করেছেন। তিনি সন্ত্রাসীদের রাজনৈতিক দলীয় পদে বসিয়েছেন। আসন্ন নির্বাচনে দলীয় রাজনৈতিক পদধারী সন্ত্রাসীদের মাধ্যমে তার কর্মী ও সমর্থকদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছেন জাফর আলম। উল্টো তারাই তার ও দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, এসব অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত হবে। তাই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে চকরিয়া-পেকুয়ার এসব চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
চিঠির সঙ্গে প্রচারণায় বাধাদানকারীদের একটি তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে সিইসির প্রতি অনুরোধ জানান সৈয়দ ইবরাহিম।
এমওএস/এমকেআর/জিকেএস