দেশজুড়ে

নবজাতকসহ প্রসূতির মৃত্যু, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর ঘটনায় সদরের ‘সাউথ বাংলা’ নামে একটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার) সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের নেতৃত্বে ওই হাসপাতালে এ অভিযান চালানো হয়। এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাউথ বাংলা হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বলেন, সেনবাগ উপজেলার সাংবাদিক এম এ আউয়ালের মেয়ে ও নাতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টায় ভুল অস্ত্রোপচারে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের সাংবাদিক এম এ আউয়ালের মেয়ে উম্মে সালমা নিশিসহ (২৭) তার নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সাংবাদিক এম এ আউয়াল জাগো নিউজকে বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাউথ বাংলা হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ বন্ধ করে দেওয়ার খবর পেয়েছি। আশা করছি স্বল্প সময়ে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস