দেশজুড়ে

হবিগঞ্জে থানা হাজতে যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা হাজতে এক যুবকের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন এ কমিটি গঠন করেন।

কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলামকে। অন্য সদস্যরা হলেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কমিটির সদস্য পলাশ রঞ্জন দে। তিনি জানান, কমিটিকে শুক্রবার (২৯ ডিসেম্বর) প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, একটি চুরির মামলায় বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে গোলাম রাব্বানীকে (২৫) মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। রাতে এশার নামাজের সময় পুলিশ থানা হাজতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বুধবার রাতে তাকে দাফন করা হয়।

নিহতের মা ফজর চান বিবি বলেন, আমার ছেলে তিন মাস কারাভোগ করে আটদিন আগে বাড়ি ফিরেছে। আমার ছেলেকে থানা হাজতে নির্যাতন করে পুলিশ মেরেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রাব্বানীর বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তিনি থানা হাজতে আত্মহত্যা করেছেন। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/জিকেএস