ভোলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।এদিকে হামলার বিচার দাবি করে রাতেই বিএনপি কর্মীরা শহরে মিছিল করে। ট্রুমেনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপি সম্পাদক মো. ফারুক মিয়া এ ঘটনা পরিকল্পিত উল্লেখ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা বাসা বাড়িতেও নিরাপদ নেই। হামলার নেতৃত্বে ছাত্রলীগ সম্পাদক রিয়াজ ছিল বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। অমিতাভ অপু/এসএস/পিআর