দেশজুড়ে

থানা হাজতে যুবকের মৃত্যুর ঘটনায় এসআই প্রত্যাহার

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা হাজতে যুবকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে থাকা এসআইকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির সদস্য পলাশ রঞ্জন দে।

তিনি জানান, তদন্ত প্রায় শেষ। দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তবে এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এসআই মনিরুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার চুরির মামলায় বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে গোলাম রাব্বানীকে আটক করা হয়। এশার নামাজের সময় তাকে থানা হাজতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পুলিশ। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা ফজর চান তার ছেলেকে থানা হেফাজতে নির্যাতনের পর হত্যার অভিযোগ করেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন পুলিশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস