বিনোদন

রাজস্থানে বেড়াতে গিয়ে ভাইরাল অরিজিৎ সিং

নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানাতে ভারতের মরুশহরে হাজির হয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তবে এবার শোয়ের জন্য নয়, তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভারতের মরুশহর রাজস্থানে পৌঁছেছেন এ গায়ক।

তার স্ত্রী কোয়েল ও দুই ছেলেকে নিয়ে হাজারো ব্যস্ততার মাঝে ছুটি কাটাচ্ছেন বলিউডের বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

আরও পড়ুন: ৯ কোটি টাকা দিয়ে চারটি ফ্ল্যাট কিনলেন অরিজিৎ সিং 

তবে বেড়াতে গিয়েও খোশমেজাজে ধরা দিলেন গায়ক। নিজের এলাকা মুর্শিদাবাদেও যেমনভাবে ঘুরে বেড়ান। তেমনই রাজস্থানে রাস্তায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন অরিজিৎ সিং।

      View this post on Instagram

A post shared by Arijit Singh (@deararijitianss)

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়েছেন অরিজিৎ সিং। কালো রঙের প্যান্ট, নীল রঙের সোয়েট শার্টে দেখা গেছে এ গায়ককে।

নিজের চেনা জায়গার মতো বাইরেও একইভাবে দেখা গেছে খ্যাতিমান এ গায়ককে। মুহূর্তেই এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এমএমএফ/জিকেএস