যারা শোষণ, নির্যাতন আর দখল করে তাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম। ভবিষ্যতেও সোচ্চার থাকবো। আমি নির্বাচিত হলে কেউ কারও জমি দখল করতে পারবে না মন্তব্য করেছেন তৃণমূল বিএনএম মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
তিনি বলেন, ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে আমার কণ্ঠ বেজে উঠবে। আর সেই কণ্ঠ হবে ভয়াবহ। এমন জোরে আওয়াজ দিবো প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে যাবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার মিছিল শেষে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন। এদিন তিনি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, যারা শোষণ, নির্যাতন আর দখল করে তাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম। ভবিষ্যতেও সোচ্চার থাকবো। আমি নির্বাচিত হলে কেউ কারও জমি দখল করতে পারবে না। আমার প্রথম দায়িত্ব শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থান করা। যারা লেখাপড়া করতে পারেনি তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম