দেশজুড়ে

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্টেশন মাস্টার নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান (৪০) নামে এক সহকারী স্টেশন মাস্টার নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।নিহত সুফিয়ান পাঁচবিবি পৌর এলাকার টিএন্ডটিপাড়ার মানিক হোসেনের ছেলে।পাঁচবিবি থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বিরামপুর রেল-স্টেশনের কর্মস্থল থেকে সুফিয়ান বাড়ি আসার পথে নওদা নামক স্থানে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।    পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রাশেদুজ্জামান/এআরএ/এবিএস