দেশজুড়ে

সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের সেপটিক ট্যাংক থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়ির সেপটিক ট্যাংকে ওই নারীর মরদেহ দেখতে পায় লোকজন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

হাফিজুল নিলু/এনআইবি/জিকেএস