টাঙ্গাইলের ওমরপুর সড়কের বেড়াডোমা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, সন্ধ্যায় সদর উপজেলার সন্তোষ মওলানা ভাসানীর কৃষক শ্রমিক সম্মেলন শেষে একটি যাত্রীবাহী বাস কাশিনগর নামক এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর এলাকার বেড়াডোমা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।এআরএ/আরআইপি