দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। তবে শীতের সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ধীরে ধীরে কেন্দ্রে আসছে ভোটার। ভোটার সংখ্যা হাতেগোনা হলেও বিভিন্ন দলের এজেন্টদের ভিড়ে ভোটকেন্দ্র অনেকটা পরিপূর্ণ।
ঢাকা-৫ আসনের দনিয়া এ কে হাই স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একুশে ভবন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হায়দার জাগো নিউজকে বলেন, ভোটার এলে এখন ভোট দিতে পারবেন। প্রার্থীদের এজেন্টরা দেরিতে আসায় আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। নৌকা, ঈগল ও ট্রাকের এজেন্টরা এলেও বাকিরা এখনো আসেননি। আমাদের তিন হাজারের মতো ভোটার আছে।
এ কে হাই স্কুল অ্যান্ড কলেজের জহির আলম ভবন কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। প্রার্থীদের এজেন্টরা এখনো আসেননি, তারা বাইরে দাঁড়িয়ে আছেন। আমাদের কক্ষে ৫৭৩ ভোটার। আশা করছি কিছুক্ষণ পর ভোটাররা আসতে শুরু করবে।
এদিকে কেন্দ্রগুলোর মধ্যে এ কে হাই স্কুল কেন্দ্রে কিছু ভোট পড়লেও, দনিয়া কলেজের কেন্দ্রে পড়েনি কোনো ভোট। বুথ ঘুরে দেখা গেছে, ১৫ মিনিটেও এই কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলাউদ্দিন হাওলাদার জাগো নিউজকে বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার, ভোটটা দিতে হবে। আইডি কার্ড মূল্যবান জিনিস। এটি অনেক জায়গায় কাজে লাগে। এটার জন্য হলেও ভোটটা দিতে হবে। সেজন্য ভোট দিতে আসছি।
ব্যবসায়ী আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার। ভোট কাকে দেবো সেটা ভিন্ন বিষয়। কিন্তু ভোট দেওয়া উচিত। আমরা সবাই মিলে ভোট দিতে এসেছি। আমার পরিবারের সবাই ভোট দেবে।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। এই আসনে মোট প্রার্থী ১৪ জন। ঢাকা-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯০ হাজার ৮০৫। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৫৩৯ এবং নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ২৬৩ জন।
এ আসনে অন্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশিদ মুন্না (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) মো. আবু হানিফ হৃদয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) আবু জাফর মো. হাবিব উল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) মো. সাইফুল আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশিন) এস এম লিটন, ইসলামী ঐক্যজোটের (মিনার) মো. আব্দুল কাইয়ুম, ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) মো. নূরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) মো. মোশারফ হোসেন মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) সারোয়ার খান, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু (কবুতর), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (তরমুজ)।
আইএইচআর/বিএ/এমএস