দেশজুড়ে

ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে স্কুলব্যাগ ফেলে চম্পট

বগুড়া-৬ (সদর) আসনে একটি ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের পর একটি কালো রঙের স্কুলব্যাগ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ধাওয়া করলেও তাদের ধরতে ব্যর্থ হয়।

রোববার (৭ জানুয়ারি) উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ভোটকেন্দ্রে এসে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ডিবি পুলিশ ও থানা পুলিশের স্ট্রাইকিং ফোর্স সেখানে এসে তাদের ধাওয়া করে। এসময় দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে ভোটকেন্দ্রের ৩০০ গজ দূরে ফণিরমোড়ে ফরিদ মন্ডলের বাড়ির পাশের সবজিক্ষেতে একটি কালো রঙের স্কুলব্যাগ ফেলে রেখে যায়।

বগুড়া ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জাগো নিউজকে বলেন, ‘স্কুলব্যাগটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ব্যাগে বিস্ফোরক দ্রব্য বা হাতবোমা আছে। থানায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এএসএ/এএসএম