দেশজুড়ে

লাঙ্গল সমর্থকদের ওপর আ.লীগ নেতার হামলা, আহত ৫

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া ভোটকেন্দ্রের বাইরে লাঙ্গল সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা। রোববার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় লাঙ্গল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের এপিএস সোহেলসহ অন্তত ৫ জন জখম হয়েছে। সোহেলকে আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ র্যাব বিজিবি সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। আহত সোহেল জানান, তার প্রার্থী রুহুল আমিন হাওলাদার গাড়ি নিয়ে ওই ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেনের ভাই জেলা আওয়ামী লীগ সদস্য কামাল হোসেনের নেতৃত্বে অতর্কিত গাড়ির উপর হামলা করতে তেড়ে আসে। এ সময় তিনি সহ তার অন্যান্য কর্মীরা গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে গেলে তাদের উপর হামলা চালায়।

ঘটনা সম্পর্কে এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, দিনভর সুষ্ঠু নির্বাচন হলেও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আফজালের ভাই কামাল তার কর্মীদের উপর হামলা চালিয়ে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, ‘বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কামাল এ কাজটি করেছে। আমি এ ঘটনার বিচার চাই পাশাপাশি আফজালেরও বিচার চাই।’

কামাল হোসেন জানান, দুইপক্ষ শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে।

সদর থানার ওসি মোঃ জসিম বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষনিকভাবে মোবাইল টিম নিয়ে আমি ঘটনাস্থলে আসি। এখন পরিবেশ শান্ত রয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এএসএআর/কেএসকে/এএসএম