দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. ইকবাল হোসেন। তিনি ১ লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৩ হাজার ৪৮৮ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৫৭.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এর পর শুরু হয় গণনা।
আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৩৩৯ জন। আসনটির ১৩৫টি ভোট কেন্দ্রের ৪৭৮টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
বিধান মজুমদার অনি/এমআইএইচএস/জিকেএস