দেশজুড়ে

প্রথমবার এমপি হলেন মোহাম্মদ সাদিক

দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাদিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে ১১২টি কেন্দ্রে মোট ৯০ হাজার ৫৯০ ভোট পেয়েছেন মোহাম্মদ সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ৭২১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল এ ফলাফল ঘোষণা করেন।

এই আসনে ভোটার ৩ লাখ ৪১ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৩৬৬ জন এবং নারী ১ লাখ ৬৮ হাজার ৪৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। আসনের দুই উপজেলার ১৪ ইউনিয়নে ১১২টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রাখা হয় ৭৪৫টি। যার মধ্যে স্থায়ী ৭৩১টি এবং অস্থায়ী ভোটকক্ষ ছিল ১৪টি।

লিপসন আহমেদ/এমকেআর/জিকেএস