দেশজুড়ে

মৌলভীবাজারের চার আসনে নৌকার জয়

মৌলভীবাজারের চার আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম এ ফলাফল নিশ্চিত করেন।

তিনি জানান, মৌলভীবাজার-১ নৌকার প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এক লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) প্রতীকে ৩ হাজার ৯৮ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এম শাহীন (সোনালী আঁশ) ১১ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৩ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান এক লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলতাফুর রহমান (লাঙ্গল) ২ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী মো. আব্দুস শহীদ দুই লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।

আরএইচ/এএসএম