দেশজুড়ে

ফলাফল প্রত্যাখ্যান করে ফের নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীর

চুয়াডাঙ্গা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান ও পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৮ জানুয়ারি) রাতে তার দলীয় কার্যালয় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আবু হাশেম রেজা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু সুন্দর পরিবেশে হওয়ার কথা থাকলেও তা হয়নি। চুয়াডাঙ্গা-২ আসনের প্রতিটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও দলের নির্দেশে চুয়াডাঙ্গা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি, কিন্তু আমি হতাশ হয়েছি। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগরের সন্ত্রাসী বাহিনী প্রতিটি কেন্দ্র দখল করে ট্রাক মার্কা ও অন্যান্য প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দিয়ে অবাধে জালভোট প্রদান করেছে, প্রশাসনকে বার বার অবহিত করার পরও তারা সুষ্ঠু নির্বাচন দিতে ব্যার্থ হয়েছে। আমার কর্মীদের কয়েকজনের দোকানপাট ভাংচুর ও কর্মীদের ওপর চড়াও হচ্ছে টগর বাহিনী।

এছাড়াও হাশেম রেজা বলেন, হামলার ঘটনায় দর্শনা পৌর এলাকার আরিফুল ইসলাম লাল্টু, জীবননগর আন্দুলবাড়িয়ার সামাউল ইসলাম, দামুড়হুদার নতিপোতার স্বাধীন, দামুড়হুদার নাপিতখালীর শাহিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে যে সুক্ষ্ম কারচুপি হয়েছে তার প্রমাণস্বরূপ নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একজনকে ৩ বছর ও আরেকজনকে ২ বছর জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

হাশেম রেজা আরও বলেন, আমি সংঘাত চাই না, আমি শান্তিতে বিশ্বাসী। চুয়াডাঙ্গা-২ আসনে পুনরায় নির্বাচনের জন্য আমি হাইকোর্টে রিট করবো। পুনরায় অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের নামে প্রহসন চাই না।

সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এফএ/জিকেএস