শরীয়তপুরের নড়িয়াতে গরু ব্যবসায়ী গনি শিকদারের (৫৫) পা হাতুড়িপেটা করে ভেঙে দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) এলিম শিকদার ও মিলন শিকদার নামে দুই আসামিকে পৃথক স্থান থেকে আটক করা হয়। এর আগে বুধবার রাতে গনি শিকদারের ভাই মজিদ শিকদার বাদী হয়ে নড়িয়া থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করলে আটকদের গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন: হাতুড়িপেটায় গরু ব্যবসায়ীর পা ভেঙে দিলো প্রতিপক্ষ
ভুক্তভোগী পরিবার ও এজাহার সুত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থক ছিলেন গনি শিকদার। অন্যদিকে আব্দুল আলী শিকদার নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের সমর্থক ছিলেন। গতকাল বুধবার সকালে গরু কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন গনি শিকদার। এসময় তিনি পৌরসভার পশ্চিম লোনসিং এলাকায় পৌঁছালে আব্দুল আলী শিকদার ও তার দুই ছেলে মোরশেদ শিকদার এবং আশিক শিকদার আব্দুল গনি শিকদারের উপর হামলা চালায়। এসময় তারা উপর্যুপরি হাতুড়ি পেটা করে গনি শিকদারের ডান পা ভেঙে ফেলেন এবং শরীরের বেশ কিছু স্থানে জখম করে তার কাছে থাকা গরু কেনার দুই লাখ টাকা নিয়ে চলে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গনি শিকদারের মেয়ের জামাই বাদল মৃধা জাগো নিউজকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বশুরের চিকিৎসা চলছে। তার অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, হাতুড়িপেটা করে পা ভেঙে দেয়ার ঘটনায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
বিধান মজুমদার অনি/এনআইবি/জিকেএস