দেশজুড়ে

শেখ রাসেল শিশু পার্ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে শেখ রাসেল শিশু পার্ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে জেলা শিশু অধিকার রক্ষা কমিটি। বুধবার সকাল ১০টায় শেখ রাসেল শিশু পার্কের সামনে জেলার প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলা শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি শ.ম দেলওয়ার হোসেন দিলিপের সভাপত্বিতে বক্তব্য রাখেন শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহাফুজা ইসলাম, এসডিএ’র নির্বাহী পরিচালক এনায়েত হোসেন, জেলা কমিনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত প্রমুখ। মানববন্ধনে জেলা শহরের শত শত শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক রবাবর স্বারকলিপি প্রদান করে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পটুয়াখালী পৌরসভার মেয়র, জেলা পরিষদ প্রশাসক বরাবর অনুলিপি প্রদান করা হয়।উল্লেখ্য, বর্তমান সরকারের প্রথম মেয়াদে শিশুদের জন্য পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন ৫ একর জমির উপর শেখ রাসেল শিশু পার্ক বরাদ্দ করেন। ২০১১ সালের ৩ মে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আংশিক কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান।এমএএস/পিআর