দেশজুড়ে

অপহরণের ৪ ঘণ্টা পর ছাড়া পেলেন রুমার চেয়ারম্যান

বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণের ৪ ঘণ্টা পর ছেড়ে দিছে অপহরণকারীরা।

রোববার (১৪ জানুয়ারি) রাত ৯টায় রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকাল ৪টার দিকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অস্ত্রের মুখে অপহরণের কথা জানার পর উদ্ধার অভিযান চালানো হয়। পরে রাত পৌনে ৯টার দিকে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে বলে জেনেছি। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত গাড়ি যোগে চেয়ারম্যান নিজ বাড়িতে যাচ্ছেন।

এর আগে বিকাল সাড়ে ৩টায় কেউকারাডং থেকে ফেরার পথে রুমা-কেউকারাডং সড়কের হারমুন পাড়া এলাকা থেকে কেএনএফ সদস্যরা তাকে অপহরণ করে বলে অভিযোগ করে চেয়ারম্যানের পরিবার। তবে ছাড়া পাওয়ার জন্য মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

নয়ন চক্রবর্তী/এএইচ/জিকেএস