দেশজুড়ে

পৌষ সংক্রান্তির মেলায় ১৫ লাখে বিক্রি হলো ৫০ মণ মাছ

নোয়াখালীর সেনবাগে পৌষ সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী জমজমাট মাছের মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ৫০ মণ মাছ বিক্রি হয় ১৫ লাখ টাকায়।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারে এ মেলার আয়োজন করা হয়।

মেলার আয়োজক মো. সাহাব উদ্দিন জাগো নিউজকে বলেন, মাঘ মাসের ১ তারিখ উপলক্ষে দ্বিতীয়বারের মতো এ মাছের মেলার আয়োজন হলো। ১২ ঘণ্টায় ৫০ মণ মাছ বিক্রি হয়েছে। প্রকারভেদে এসব মাছ ১৫ লাখ টাকায় বিক্রি হয়। লোকজনের যথেষ্ঠ আগ্রহ দেখা গেছে। আগামীতেও এ মেলার আয়োজন করা হবে।

সরেজমিনে দেখা গেছে, মেলায় ৩০টি মাছের স্টল বসানো হয়। এতে পদ্মা, মেঘনা ও বঙ্গোপসাগরের প্রচুর মাছ আনেন বিক্রেতারা। এরমধ্যে বড় আকারের রুই, চিতল, কাতল, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্প, বোয়াল, পাবদা, শোল, গজার, তেলাপিয়া, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের নজর কাড়ে। সর্বোচ্চ ১৩ কেজি ওজনের কাতল, রুই, বোয়াল, চিতল, কার্প, আইড় মাছ ওঠে মেলায়। এছাড়া পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ ওঠে ব্যাপক হারে।

মাছের ক্রেতা মো. আনিসুর রহমান বলেন, বাজারে প্রচুর মাছ উঠেছে। দামাদামি করে মাছগুলো ক্রয় করা যাচ্ছে। সব মাছ তাজা, তবে দাম একটু বেশি। আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তাই আমি অনেকগুলো মাছ কিনেছি।

ওয়াদুদ মিয়া নামে এক মাছ বিক্রেতা বলেন, গত বছরের তুলনায় এ বছর ব্যবসা বেশ ভালো। ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা এবার অনেক বেশি ছিল। চট্টগ্রাম, শরীয়তপুর, ঢাকা, ফেনী থেকেও এবার মেলায় মাছ এসেছে। পাশাপাশি প্রায় ২০ প্রজাতির বঙ্গপোসাগর ও মেঘনা নদীর মাছও এখানে ছিল। সামুদ্রিক মাছের প্রতিও মানুষের আগ্রহ ছিল, তবে দামের কারণে অনেকেই নিতে পারেনি।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস