খেলাধুলা

ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা কোচ কে?

বিভিন্ন দেশের ফুটবল দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফুটবল ভক্তদের ভোটে ফিফার ২০২৩ সালের ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন লিওনেল মেসি। নরওয়ের তরুণ ফুটবলার আর্লিং হালান্ডকে হারিয়ে বর্ষসেরার পুরস্কারটি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। হালান্ডের সমান পয়েন্ট নিয়েও অধিনায়কদের ভোটে এগিয়ে থাকায় পুরস্কারটি পেয়ে গেছেন মেসি।

অপরদিকে কোচ ক্যাটাগরিতে ফিফার ‘দ্য বেস্ট’ ট্রফি জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের পরের দিন ১৬ ডিসেম্বরের পর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত ফুটবল খেলার পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার প্রদান করে ফিফা। এই সময়কালে ম্যানেজার হিসেবে দারুণ সাফল্য দেখিয়ে বর্ষসেরা হয়েছেন এই স্প্যানিশ কোচ।

২০২২-২৩ মৌসুমে ম্যানসিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। একই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা জিতে ‘ট্রেবল’ জয় করেছেন সিটি কোচ।

গার্দিওলাই একমাত্র কোচ যিনি দুই মৌসুমে ট্রেবল জিতেছেন। এর আগে ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার কোচ থাকাকালীন প্রিমিয়ার লিগ, ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতেছেন তিনি।

সেরার পুরস্কার জেতার লড়াইয়ে ২৮ পয়েন্ট পেয়েছেন গার্দিওলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইতালির জাতীয় দলের কোচ লুসিয়ানো স্পালেত্তি পেয়েছেন ১৮ পয়েন্ট। তার মানে, সেরা ফুটবলার হওয়ার লড়াই জমে উঠলে কোচ হিসেবে একাই রাজত্ব করছেন গার্দিওলা।

অপরদিকে ফুটবলার ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার জেতার লড়াইয়ে মেসির সমান ৪৮ পয়েন্ট পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির তারকা হালান্ড। পরে ফিফার পুরস্কার বিতরণী আইন অনুচ্ছেদ ১২ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের ভোটে এগিয়ে থাকার কারণে মেসিই পুরস্কারটি জিতেছেন। অপরদিকে ৩৫ পয়েন্ট পেয়েছেন এমবাপে।

এমএইচ/জিকেএস