দেশজুড়ে

কুমিল্লায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৮

কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুড়ের কামড়ে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি, শুভপুর ইউনিয়নের শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে (৪০), বদরের নেছা (১০০), সামিয়া বেগম (৩৪), রাশিদা বেগম (৩৫), মীম আক্তার(৫৪), নুসরাত জাহান (১৫), শুভপুর গ্রামের উত্তর পাড়ার খাদিজা ইসলাম মীম (৬) ও চাঁনপুর গ্রামের আবদুল্লাহ (৪)।

আহত সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে জাগো নিউজকে বলেন, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি কুকুড় ডান পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক উপজেলা সরকারি হাসপতালে গিয়ে চিকিৎসা নিয়েছি।

শতবর্ষী বদরের নেছা জানান, তীব্র শীতের কারণে বাড়ির উঠানে রোদে বসে ছিলেন। হঠাৎ একটি কুকুড় এসে কিছু বুঝে ওঠার আগেই পায়ে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসক হারুনুর রশীদ জাগো নিউজকে বলেন, সোমবার হাসপাতালে কুকুরের কামড়ে আহত আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এনআইবি/এএসএম