চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক বিস্কুট, ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অংশগ্রহণকারী বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল রাতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত কেক বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করা এবং তৎ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মেসার্স হযরত শাহ পরান বেকারীকে বিএসটিআই আইনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারখানায় প্রাপ্ত ৩ কৌটা মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ট্রেতে নোংরা-বাসি কেক ধ্বংস করা হয়।
অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসআই/এমআইএইচএস