দেশজুড়ে

চাঁদপুরে মা-শিশু হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ান চৌধুরী।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীন, শাহরাস্তি থানার এসআই মো. মহসিন ভূঁইয়া ও এসআই নুরুল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজওয়ানা চৌধরী বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে। অনুমোদীত সব ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো নাসির উদ্দিন বলেন, স্বাস্থ্য নীতিমালা উপেক্ষা করে কোনো হাসপাতাল চলতে পারে না। সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মিলন বলেন, ২০২৩ সাল পর্যন্ত হাসপাতালের মেয়াদ ছিল। নতুন করে এখনো নবায়নের জন্য আবেদন করা হয়নি।

জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন নির্দেশনানুযায়ী অভিযান শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস