বগুড়ার শিবগঞ্জে চালের মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন অটোরাইসমিল ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
এসময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকার রবিউল অটো রাইস মিল কর্তৃপক্ষকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, কৃত্রিম সংকট দেখিয়ে কেউ যেনো চালের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। চালের মূল্যসহ বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএইচ/জিকেএস