দেশজুড়ে

জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাই, মাদকে একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে পৃথক মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ-২ আব্বাস উদ্দীন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কলদপুর গ্রামের দুই ভাই আনিছুর রহমান (৫৫) ও নজরুল ইসলাম (৫৩)। মাদক মামলায় নওগাঁ সদর উপজেলার বাগবাড়ি চকপ্রাণ গ্রামের সোহাগ হোসেন (৩২)।

মামলা সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে একই এলাকার আব্দুল কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের ঝগড়া হলে শেওলা খাতুন মীমাংসার জন্য দুই ভাই আনিছ ও নজরুলকে ডেকে আনেন। এরপর শেওলা খাতুনের পক্ষ নিয়ে তারা কুদ্দুসকে বেধড়ক মারধর করে। এতে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন।

অপরদিকে, ২০২১ সালের ২০ নভেম্বর জয়পুরহাট-আক্কেলপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় সীমান্ত এক্সপ্রেসে অভিযান চালিয়ে নেশা জাতীয় ৫০টি ইনজেকশানসহ সোহাগ হোসেনকে গ্রেফতার করে। পরে সান্তাহার রেলওয়ে পুলিশ মামলা হয়।

রায় ঘোষণার সময় হত্যা মামলায় আসামিরা হাজির ছিলেন। তবে মাদক মামলায় সোহাগ জামিনের পর থেকেই পলাতক রয়েছেন।

এএইচ/জিকেএস