আগামী ২০ জানুয়ারি থেকে মেট্রোরেল চলবে রাত পর্যন্ত। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনেই সকাল থেকে রাত পর্যন্ত থামবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিট ও মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল ও উত্তরা থেকে ৮টায় সবশেষ ট্রেন ছেড়ে যাবে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, যাদের এমআরটি পাস আছে শুধু তারাই সকাল ৭.১০/৭.২০ ও রাত ৮টার পরের ট্রেনগুলোতে চলাচল করতে পারবেন।
সব স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা ও টপআপ করা যাবে।
আরও পড়ুন>> শনিবার থেকে মেট্রো চলবে রাত পর্যন্ত
এছাড়া সকাল ৭টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে ঢাকার মেট্রোরেল।
নগরজীবনে স্বস্তি আনা ট্রেনের এই পরিষেবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার।
এমওএস/এমএইচআর/জিকেএস