রাজবাড়ী যেন রেলের বিভাগীয় শহর হয় সেজন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. জিল্লুল হাকিম।
জেলাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাতো জানেন রেলের ডিভিশন শহর নিয়ে বিতর্ক চলছে। বিভিন্ন শহর ডিভিশনাল শহর করতে দাবি করছে। তবে আমি যখন এখানে আছি ও নেত্রী আমাকে এখানে বসিয়েছেন; সে কারণে আমি আমার মতো চেষ্টা করবো, আমার রাজবাড়ী যেন ডিভিশনাল শহর হয়।
রেলমন্ত্রীর দ্বায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে এসে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘এই রেলপথকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি সুসংগঠিত রেলপথ মন্ত্রণালয় করা হবে। আপনাদের সঙ্গে নিয়ে রেলের শহর রাজবাড়ীকে ঢেলে সাজানোর পাশাপাশি সারাদেশের রেলকে দুর্নীতিমুক্ত এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতি, জমি দখল, এক জমি একাধিকবার লিজ দেওয়া আর সহ্য করা হবে না। মানুষের ভোগান্তি কমাতে কাজ করবো। এজন্য প্রয়োজন সবার সহযোগিতা।’
এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-সরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত নারী আসনের এমপি সালমা চৌধুরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে রাজবাড়ী সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়।
জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি। এবার দিয়ে তিনি এ আসন থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম